ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৮ মে ২০২১

সিরাজগঞ্জের সবগুলো সড়ক-মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। রোদ কিংবা বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনের অপেক্ষা শেষে ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।

সড়কে কিছু দূরপাল্লার বাসও চলতে দেখা গেছে। সিরাজগঞ্জ থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে যাত্রীবাহী বাস। একইভাবে উত্তরাঞ্চলের দিকেও যাত্রী নিয়ে বেশ কিছু বাস আসতে দেখা গেছে। এর জন্য যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

jagonews24

এদিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রাকগুলোতে গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে। মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। এছাড়া মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলে করে ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ।

jagonews24

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধে সবসময় পুলিশ মহাসড়কে কাজ করছে। তবে কর্মস্থলে ফেরা মানুষেরা বিকল্প পথে যাত্রা শুরু করেছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস