সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে মাইক্রোবাস চাপায় আলামিন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (১৯ মে) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে উপজেলার সয়দাবাদ শিল্পপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন উপজেলার সয়দাবাদ পুনর্বাসন ১ নম্বর ব্লকের মৃত ছবের আলীর ছেলে। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন চৌধুরী জানান, বিকেলে আলামিন মোটরসাইকেলে করে তার বন্ধুকে সঙ্গে নিয়ে কড্ডা মোড়ে যাচ্ছিলেন। সয়দাবাদের শিল্পপার্ক এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আলামিনসহ দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেয়ার পথে আলামিন মারা যান।
এ ঘটনায় মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম