কালকিনিতে নছিমনচাপায় প্রাণ গেল শিশুর
মাদারীপুরের কালকিনিতে নছিমনচাপায় মো. আসিফ ঘরামি (১২) নামের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার ময়দানেরহাট বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার কয়ারিয়া এলাকার ময়দানেরহাট গ্রামের ফারুক ঘরামির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসিফ ঘরামি হেটে ময়দানেরহাট বাজারের পাশের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় পেছন থেকে একটি নছিমন এসে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলার আসোকাঠি হাসপাতালে নিলে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ কে এম নাসিরুল হক/আরএইচ/এমএস