ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুইজন আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৯:২৮ এএম, ২০ মে ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার অলিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দক্ষিণ বীরপাশা গ্রামের হোসেন মিয়া (৩৮) ও মৌলভীবাজার সদর উপজেলার বনুপীর ইউনিয়নের মো. দেলোয়ার (৩৭)।

পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার অলিপুরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ৩০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এমআরআর/এমকেএইচ