ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খেলতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২০ মে ২০২১

বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে এনায়েত হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সকালে উপজেলার উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের বাসিন্দা জাকারিয়া সরদারের ছেলে।

মৃত শিশুটির বাবা জানান, সকালে ঘুম থেকে উঠে খেলতে খেলতে এনায়েত ঘরের বাইরে যায়। কিছুক্ষণ পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে তার ভাই সোলায়মান সরদার পুকুরে নেমে খুঁজতে শুরু করেন এবং মরদেহটি উদ্ধার করেন।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং অনাপত্তি আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শওকত আলী বাবু/এসএস/জিকেএস