ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনামসজিদ দিয়ে ফিরল আরও ১১ জন

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২০ মে ২০২১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ভারতে আটকাপড়া আরও ১১ বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ভারতের মোহদীপুর দিয়ে দুপুর ২টায় সোনামসজিদ চেকপোস্টে প্রবেশ করেন। এ নিয়ে গত দুদিনে ভারত থেকে দেশে ফিরলেন ৩৫ জন।

সোনামসজিদ ইমিগ্রেশন অফিসার এসআই জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তাদের স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বুধবার সোনামসজিদ দিয়ে ২৪ বাংলাদেশি দেশে প্রবেশ করেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ভারত থেকে আসাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। কোয়ারেন্টাইনের সব খরচ যাত্রীদের বহন করতে হবে। এছাড়া কেউ করোনা পজেটিভ হলে তাকে ২৫০ শয্যার জেলা হাসপাতালে আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হবে।

এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী জানান, কোয়ারেন্টাইনে থাকা যাত্রীরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশি পাহারার ব্যবস্থা নেয়া হয়েছে।

এএইচ/জেআইএম