ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে দুই হত্যা মামলায় গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২০ মে ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় করা দুই মামলায় মোট ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।

এর আগে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় উপজেলার ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামে পিয়াস বাবু (২১) ও শহর উদ্দিন (২৭) নিহত হন।

গ্রেফতারকৃতরা হলেন, এলাকার সোহরাব আলীর ছেলে মোবারক হোসেন (৩৫), মোবারক হোসেনের স্ত্রী শিরিন আক্তার (২৪), ফজল হকের ছেলে আমিনুর ইসলাম (৩৫) ও আমিনুর ইসলামের স্ত্রী জয়ফুল নেছা (৩৫), কাদের আলীর স্ত্রী সারবানু (৪০), ঈদ্রিস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪০), মফিজুল ইসলামের ছেলে রেজাউল করিম (৩০), মফিজুল ইসলামের স্ত্রী মজিরন নেছা (২৮), সফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী (৩২) ও উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার দিদার আলীর স্ত্রী সাহেরা বেগম (৩৫)।

জানা গেছে, গত ১০ মে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সোহরাব আলী ও দুলাল হোসেন নামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিয়াস বাবু (২১) ও শহর উদ্দিন (২৭) নিহত হয়। পরে হাতীবান্ধা থানায় দুইটি হত্যা মামলা।

মো. রবিউল হাসান/এএইচ/জিকেএস