ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রিসোর্টকাণ্ডে গ্রেফতার হেফাজত নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২০ মে ২০২১

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ডে সহিংসতার মামলায় গ্রেফতার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেন মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজধানীর মিডফোর্ট হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলা সুপার মাহবুবুল আলম জানান, মাওলানা ইকবাল গত ১১ মে অসুস্থ হলে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসকের নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় কারাগারের অধীনে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ছিলেন। তার বাবার নাম আবু সাঈদ। তার স্ত্রী ও ৪ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

হেফাজত নেতা ইকবাল হোসেনের বড় মেয়ে মাহবুবা আক্তার জানান, ‘বৃহস্পতিবার দুপুর ৩টায় বাবা মারা গেছেন। তাকে বিনা অপরাধে ধরে এনে এভাবে মেরে ফেলা হয়েছে। সকালে জানানো হয়েছিল তিনি খুব অসুস্থ। এখানে এসে আমরা দেখি তিনি আইসিইউতে রয়েছেন। তাকে ৩টায় মৃত ঘোষণা করা হয়।’

গত ১১ এপ্রিল রাজধানীর জুরাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১১ এর একটি দল। নারায়ণগঞ্জের সোনারগাঁর রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেন। পরে তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

মো. শাহাদাত হোসেন/এএইচ/এমএসএইচ/জিকেএস