নিষেধাজ্ঞার পরও কাপ্তাই হ্রদে মাছ শিকার, ৩ নৌকা জব্দ
কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ শিকারে নিয়োজিত জেলেদের তিনটি নৌকা ও মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। বৃহস্পতিবার (২০ মে) সকালে হ্রদের কাটাছড়ি এলাকা থেকে এসব নৌকা ও মাছ জব্দ করা হয়।
বিএফডিসির রাঙ্গামাটির ব্যবস্থাপক লে. কমান্ডার এম তৌহিদুল ইসলাম বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই একটি চক্র মাছ শিকারে নামেন কাপ্তাই হ্রদে। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে তিনটি নৌকা, মাছ ও কিছু বড়শি জব্দ করেন। জেলেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আপাতত সতর্ক করে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১ মে থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এই সময় হ্রদের ওপর নির্ভরশীল প্রায় ২৫ হাজার জেলেকে খাদ্যসহায়তা প্রদান দেবে সরকার।
শংকর হোড়/আরএইচ/জিকেএস