অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রত্না বেগম (২৭) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত রত্না বেগম আদিতমারী উপজেলার রেলগেট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি ঢাকার সাভারে একটি কারখানায় কাজ করতেন।
স্বজনরা জানান, ঈদের ছুটিতে স্বামী-সন্তানকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন রত্না বেগম। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার দুহুলী এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় বাবার বাড়িতে ফেরার পথে চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফরহাদ হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি জেনেছি। আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।
এসএস/জেআইএম