ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুবককে কুপিয়ে হত্যার পর জমিতে ফেলে গেল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২১ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে কুপিয়ে রহমত আলী (৩২) নামের এক যুবককে হত্যা করে জমিতে ফেলে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ মে) দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ৷

এরআগে বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের পশ্চিমপাড়ার একটি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রহমত আলী একই এলাকার মৃত ফালান ফকিরের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

নিহতের খালাতো ভাই ফিরু মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির উত্তরপাশে জমির পাশে একটি ঘরে রহমত আলীর ছোট ভাই স্থানীয় কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে চিৎকার শুনতে পাই। ঘরের সবাই বাইরে এসে দেখি, কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যাচ্ছেন।

পরে জমিতে গিয়ে দেখা যায়, রহমত আলীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রহমত আলীকে শরীরের বিভিন্ন স্থানে ও গলায় কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে’।

আবুল হাসনাত মো. রাফি/এসএমএম/এমএস