পাওনা ২০০ টাকা ফেরত চাওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে খুন
বগুড়ার গাবতলীতে পাওনা ২০০ টাকা ফেরত চাওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে আব্দুস সালাম (১৯) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ মে) রাত ১০টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের সাজু প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, সালাম ও একই গ্রামের জীবন একসঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। এ সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
কিছুদিন আগে জীবন সালামের কাছ থেকে ২০০ টাকা ধার নেন। টাকা নেয়ার পর তিনি সালামের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
শুক্রবার রাতে সালাম তার বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে পাওনা টাকা ফেরত চান। জীবন তখন টাকা দেয়ার কথা বলে কিছু দূরে গিয়ে তার পেটে ছুরিকাঘাত করেন।
স্থানীয়রা আহত সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, সালামকে হাসপাতালে নেয়ার পথে তিনি তার পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত ঘটনা বলেছেন।
বিষয়টি জানার পর অভিযুক্ত জীবনকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
এসএমএম/এএসএম