ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় জুয়া খেলার সরঞ্জাম-অর্থসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০২:৩২ পিএম, ২২ মে ২০২১

বগুড়ায় জুয়া খেলার সরঞ্জাম ও অর্থসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাতে উপজেলার পাকুল্লা ইউনিয়নের আচারের পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শহিদুল ইসলাম শহিদ (৩২), শহিদুল ইসলাম সান্না (৫০), আতাউর রহমান (৪০), মাহফুজুর রহমান (৫৫), আমিনুর রহমান (৫৮) ও আবু বক্কর সিদ্দিক (৫৮)। তারা প্রত্যেকে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই জুয়াড়িদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ডাবু, ছক্কা গুটি ছয়টি, আধুনিক জুয়ার বোর্ড একটি, ছয়টি প্রতীক যুক্ত বোর্ড ও নগদ ৩৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতার হওয়া সবাই পেশাদার জুয়াড়ি। মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসএমএম/এমএস