ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাবাজারে যাত্রী চাপ সামাল দিতে আনা হচ্ছে খালি ফেরি

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২২ মে ২০২১

ঈদের এক সপ্তাহ পার হলেও বাংলাবাজার ঘাটে কমেনি যাত্রীর চাপ। ফলে এখনও হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

শনিবার (২২ মে) সকাল থেকেই বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রী চাপ সামাল দিতে খালি ফেরি আনা হচ্ছে শিমুলিয়া ঘাট থেকে। যাত্রী চাপের সঙ্গে বাংলাবাজার ঘাটে ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়েছে। তবে যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে আসছেন ঘাটে। এরপর গাদাগাদি করে পাড়ি দিচ্ছেন পদ্মা।

jagonews24

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, বাংলাবাজার ঘাট এলাকায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তবে যাত্রীরা কোনো বাধা নিষেধ মানতে চায় না। যে যার মতো আগে যেতে লাফালাফি করে ফেরিতে উঠছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ম্যানেজার সালাউদ্দিন জানান, যাত্রী চাপ সামাল দিতে গত কয়েকদিন আগ থেকেই দুটি ফেরি বাড়ানো হয়েছে। এছাড়া শিমুলিয়া ঘাট থেকে খালি ফেরিও আনা হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/এমকেএইচ