ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় ট্রাক্টরচাপায় প্রাণ গেল যুবকের

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২২ মে ২০২১

যশোরের শার্শায় মাটি বোঝাই ট্রাক্টরচাপায় বিপ্লব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সেতাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব হোসেন শার্শা উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাটি বোঝাই করে একটি ট্রাক্টর সেতাই গ্রামে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে থাকা বিপ্লব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এসময় চালক আরিফ বিল্লাহ পালিয়ে গেলে স্থানীয়রা ট্রাক্টরটি আটকে রাখেন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ফরিদ ভূঁইয়া বলেন, থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস