ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, বাবা-ছেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৩:৩১ এএম, ২৩ মে ২০২১

মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করছে র‌্যাব। অবৈধভাবে তক্ষক রাখা ও পাচার চেষ্টার অভিযোগে সাজা দেয়া হয়েছে নূর আলম মোল্লা নামে এক ব্যক্তি ও তার ছেলে বাবু মোল্লাকে।

শনিবার (২২ মে) রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলার নয়াকান্দি গ্রামের মো. নূর আলম মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করে মাদারীপুর র‌্যাব। র‌্যাব কর্মকর্তাদের ধারণা, প্রাণীটিকে পাচারের জন্য সংগ্রহ করা হয়েছিল।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। এ সময় উদ্ধার হওয়া তক্ষকটিকে উপজেলা বন বিভাগের মাধ্যমে রাজৈরের একটি বনে অবমুক্ত করা হয়।

রাজৈর থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, তক্ষক রাখার রাখার অভিযোগে নূর-আলম মোল্লা ও বাবু মোল্লাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রাণীটিকে উদ্ধারের পর স্থানীয় একটি বনে ছেড়ে দেয়া হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এসএস