পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিলো স্বজনরা
লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আশরাফুল ইসলাম (২৫) নামে এক আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে।
শনিবার (২২ মে) বিকেল ৫টায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় ঘটনা ঘটে। পলাতক আসামি আশরাফুল ওই এলাকার আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় মোটরসাইকেল চোরচক্রের হোতা আশরাফুল ইসলাম। এ অভিযোগে তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। গ্রেফাতারের পর থানায় নিয়ে যাওয়ার সময় আসামির স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নেয়। চুরির অভিযোগে আশরাফুল ইসলামের বিরুদ্ধে নীলফামারী ও লালমনিরহাটে মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
খবর পেয়ে ঘটনাস্থলে আরও পুলিশ ফোর্স পাঠানো হলেও রাত ১১টা পর্যন্ত আশরাফুলের সন্ধান পায়নি পুলিশ।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মো. রবিউল হাসান/এসএস