ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বন্ধ হলো অবৈধ গ্যাস সংযোগ, সড়কে তৈরি হলো খানাখন্দ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৩ মে ২০২১

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ৮ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (২২ মে) দিনব্যাপী উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্যভাটেরচর থেকে মীরেরগাঁও এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এ কাজে ব্যবহৃত পাইপ অপসারণ করা হয়।

jagonews24

এদিকে অবৈধ এসব লাইন অপসারণে কাটা হয়েছে স্থানীয় ভাটেরচর-মীরেরগাঁওসহ কয়েকটি শাখা সড়কের বিভিন্ন অংশ। এতে এসব সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ। অনুমতি না নিয়ে সড়কে খোঁড়াখুঁড়ি করায় জনস্বার্থে তিতাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী কাজী ইশতিয়াক আহমেদ বলেন, অভিযানের আগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো অনুমতি নেয়নি। স্থানীয়দের মাধ্যমে খবর নিয়ে জেনেছেন কয়েকটি এস্কেভেটরের মাধ্যমে রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগের পাইপ উঠানো হচ্ছে এতে রাস্তার অন্তত ৩০ শতাংশ নষ্ট হয়ে গেছে।

jagonews24

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, সাধারণভাবে তিতাস গ্যাস উপজেলার ভিতর কোনো অভিযান পরিচালনা করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। তবে এ অভিযানের ব্যাপারে কিছু জানি না। কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা সে বিষয়েও জানা নেই তার।

এ বিষয়ে তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গজারিয়া উপজেলার ভাটেরচর থেকে মীরেরগাঁও পর্যন্ত কয়েকটি রাস্তায় প্রায় ৮ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করা হয়েছে। এসব গ্যাস লাইনে কয়েক হাজার সংযোগ চলতো।

jagonews24

অভিযানে এলজিইডির কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে স্বীকার করে তিনি বলেন, যদি এলজিইডি চায় আমরা ক্ষতিপূরণ দিয়ে দিব।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস