ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরসহ তিন জেলায় গ্যাস পাওয়ার সম্ভাবনা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৩ মে ২০২১

ফরিদপুর, রাজবাড়ী ও মাদারীপুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা নিয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) রাত ৮টায় শুরু হওয়া সার্চ ফর হাইড্রোকার্বন ইন স্ট্রোগ্রাফিক টার্পাসের ওপর জুম মিটিংটি চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

জুম মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, লে. জেনারেল মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বদরুল আলম, এনার্জি ও পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, জসিম উদ্দিন, ড. নাসির, নাজিম আহমেদ ও ড. সৈয়দ ইসমাইল হোসেন প্রমুখ।

এসময় কানাডা, আমেরিকা, লন্ডন, নরওয়ে, ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী ও মাদারীপুরের সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডা প্রবাসী নেওয়াজ খালেছ আহমেদ। তিনি বলেন, এ তিন জেলার ৪ থেকে ৬ কিলোমিটার গভীরে রয়েছে গ্যাস। এর মধ্যে ফরিদপুরকে ধরে নিয়ে কাজ করলে দেশের যে গ্যাসের ঘাটতি রয়েছে তা দূর হবে বলে আশা করা যায়।

বক্তরা বলেন, দেশে এ পর্যন্ত ৯টি গ্যাস ক্ষেত্রের সন্ধান দিয়েছে বাপেক্স। এরমধ্যে সবগুলোই ছিল অসমতল অংশে। এখন সমতল অংশে বাপেক্স তার গবেষণা বাড়ানো উচিত হবে। এসব অংশে প্রচুর গ্যাস রয়েছে।

আরএইচ/জিকেএস