চট্টগ্রামে চার হাজার পিস ইয়াবাসহ আটক ২
প্রতীকী ছবি
চট্টগ্রামে চার হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর রিয়াজ উদ্দিন বাজার এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল এসব ইয়াবা উদ্ধার করে।
মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নগরীর রিয়াজুদ্দিন বাজার চৈতন্য গলির রহমান প্লাজায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় রহমান প্লাজার ৫ম তলা হতে চার হাজার পিস ইয়াবাসহ মো. এরশাদ (২৮) ও মো. ইবী হোসেন (৩০) কে আটক করা হয়।
কক্সবাজার হতে এসব ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তা বিক্রি করেন বলে পুলিশের কাছে স্বীকার করেন আটককৃতরা।
জীবন মুছা/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ