প্রাইভেটকারে মিলল ২৫ কেজি গাঁজা
বগুড়ায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২৫ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রোববার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
আটক রফিকুল ইসলাম চট্টগ্রামের আকবর শাহ থানার নিউ মুনছুরাবাদ গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
জানা যায়, শনিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাবের একটি দল শহরের গোদারপাড়া চারমাথা বাস টার্মিনাল ব্রিজের পূর্বপাশে বগুড়া-সান্তাহার মহাসড়কে একটি প্রাইভেটকার তল্লাশি করে। এসময় সেখান থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক মাদক কারবারি সুমন দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
এসএমএম/এমএস