ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টুঙ্গিপাড়ায় পদোন্নতিপ্রাপ্ত সচিব-উপ পুলিশ মহাপরিদর্শকের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৩ মে ২০২১

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও চার সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি)।

রোববার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

jagonews24

পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিরা হলেন- মো. দিদার আহম্মেদ (বিপিএম, পিপিএম সেবা), মো. আতিকুল ইসলাম (বিপিএম বার, পিপিএম বার), এম খুরশিদ হোসেন (বিপিএম বার, পিপিএম) ও মো. শফিকুল ইসলাম (বিপিএম বার, পিপিএম সেবা)।

এসময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ/এমএস