পিকআপের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মালিহাতা মধ্যপাড়া এলাকার সোপান সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩২ বছর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় আশুগঞ্জ অভিমুখী ব্যাটারিচালিত একটি সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজির একজন যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
এলাকাবাসী আহত আরও দুইজনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এমকেএইচ