স্বস্তি ফিরেছে জনজীবনে
ফাইল ছবি
গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম, অতিষ্ঠ জনজীবন, ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সকলের প্রার্থনা বৃষ্টি কখন হবে। কারণ বৃষ্টি হলে যে গরম কিছুটা কমবে। শান্তি আসবে জনজীবনে।
অবশেষে সোমবার (২৪ মে) শেষ বিকেলে কিছুটা মেঘ জমেছে আকাশে, মৃদুমন্দ বাতাস ও বইছিল। আকাশে মেঘের ঘনঘটায় মনে হচ্ছিল আজ রাতে বৃষ্টি হতে পারে।
অবশেষে রাত ১১টা ১৫ মিনিটে ঝড়ের গতিতে বাতাস ও বৃষ্টির দেখা পেল সুনামগঞ্জবাসী। কোথায় থেকে যেন জনজীবনে শান্তি মিলল।
সুনামগঞ্জের বাসিন্দা শামিম আহমদ জাগো নিউজকে বলেন, গত কয়েক দিনের গরমে অতিষ্ট, সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেছি বৃষ্টির জন্য অবশেষে বৃষ্টির দেখা পেলাম।
সুনামগঞ্জের বাসিন্দা লাল আহমদ জাগো নিউজকে বলেন, মনে হচ্ছিল গরমে মরেই যাব, এত গরম আমার জীবনেও লাগেনি, আজকে প্রায় ১ ঘণ্টা সুরমা নদীর পানিতে গোসল করেছি, তারপরও শান্তি মেলেনি, অবশেষে এখন বাতাস আর বৃষ্টি পেয়ে খুব শান্তি লাগছে।
সুনামগঞ্জের বাসিন্দা রায়হান আহমদ জাগো নিউজকে বলেন, গত কয়েকদিন ধরে এত গরম যে ঘরে কিংবা বাইরে থাকা মুশকিল হয়ে পড়েছিল, এখন বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতে গোসল করে এখন সত্যি খুব ভালে লাগছে আজ রাতে খুব ভালো ঘুম হবে।
লিপসন আহমেদ/এমআরএম