ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আম পাড়তে গিয়ে ডাল ভেঙে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৫ মে ২০২১

বগুড়ার দুপচাঁচিয়ায় আম গাছের ডাল ভেঙে আবুল হোসেন ফকির (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোস্তফাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মমতাজ আলী ফকিরের ছেলে।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাড়ির সামনের গাছে আম পাড়তে ওঠেন কৃষক আবুল হোসেন। কিছুক্ষণ পর ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এমএস