ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রেললাইনের সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৬ মে ২০২১

কক্সবাজারে রেললাইনের সেতুর নিচ থেকে শামসুল আলম (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ মে) সকাল ৮টায় সদরের ঈদগাঁওর লালশরিপাড়া এলাকা থেকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিমের নেতৃত্বে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামসুল সদরের চৌফলদন্ডী ইউনিয়নের পূর্বঘোনা পাড়া গ্রামের ছৈয়দ আকবরের ছেলে।

ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, শামসুল আলমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পাঁচ সন্তান রয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে জেলার বিভিন্ন জায়গা থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সর্বমহলে আতঙ্ক বিরাজ করছে। এসব মরদেহ উদ্ধার ঘটনায় কয়েকটি রহস্য উদ্ঘাটন সম্ভব হলেও বাকিগুলো রহস্য রয়ে গেছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, সবখানেই আমাদের নজর রয়েছে। কিন্তু এরপরও কিছু বিচ্ছিন্ন ও অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায়। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এসব ঘটনার রহস্য উদ্ঘাটনে।

সায়ীদ আলমগীর/এসএমএম/এমএস