৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ১১ বছরের কিশোরের বিরুদ্ধে
প্রতীকী ছবি
লালমনিরহাট শহরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের (১১) বিরুদ্ধে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (২৮ মে) সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধর্ষণের শিকার শিশুটির মা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেয়েকে বাড়িতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন তিনি। কোথাও না পেয়ে বাড়ি ফেরার সময় প্রতিবেশী মিজানুরের বাড়িতে কান্নার শব্দ শুনতে পান। দ্রুত সেখানে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক ডা. দোলন জানান, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে জখম ও আচরের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। সুস্থ হতে সময় লাগবে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
রবিউল হাসান/এসআর/এএসএম