ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে পর্নোগ্রাফি আইনে দোকান মা‌লি‌কের জেল-জরিমানা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৩:১৯ এএম, ৩০ মে ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কম্পিউটারের এক দোকান মালিককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তার নাম মো. মান্নান বিশ্বাস (৩৫)। তিনি উপ‌জেলার বহরপুর গ্রামের মো. গোলাম মোস্তফা লালের ছেলে। বালিয়াকান্দির বহরপু‌রে বিন্তি কম্পিউটার অ্যান্ড সার্ভিসিং কর্নারের মালিক।

শ‌নিবার (২৯ মে) বিকেলে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি আইনে এ জেল-জরিমানা করা হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রাজবাড়ী জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান ও রাজবাড়ী পুলিশ লাইনসের একটি টিম অভিযান পরিচালনা করে।

এ সময় উপজেলার বহরপুর হাই স্কুল সংলগ্ন ওই দোকানের মালিক মো. মান্নান বিশ্বাসকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮ এর (৫) (ক) ধারার ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাক‌বে ব‌লে জানান উপজেলা নির্বাহী অফিসার।

রু‌বেলুর রহমান/জেডএইচ/