গাজীপুর সিটি করপোরেশনে চাকরি পাচ্ছেন সেই ফারুক
নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফারুক। বিএনপি-জামায়াতের শাসনামলে ‘জয় বাংলা’ স্লোগানে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে মাঠে লড়াই করেছেন। সহ্য করতে হয়েছে জেল-জুলম-নির্যাতন। কিন্তু অর্থাভাবে এখন রিকশা চালাতে বাধ্য হচ্ছেন। তার রিকশায় চড়তেও লজ্জা পান এলাকাবাসী। বিভিন্ন গণমাধ্যমে ফারুকের এমন দুর্দশা তুলে ধরে খবর প্রকাশিত হলে তার পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়া ফারুকের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। শনিবার (২৯ মে) বিকেলে তিনি ফারুকের হাতে নগদ অর্থ তুলে দিয়ে বলেন, ‘ফারুককে নিয়ে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে অর্থসহায়তা করা হয়েছে। এ ছাড়া আমাদের নেতা ওবায়দুল কাদের গাজীপুর সিটি করপোরেশনে তাকে একটা চাকরি দেয়ার জন্য মেয়র জাহাঙ্গীরকে নিদের্শনা দিয়েছেন এবং সেখানে এটা নিশ্চিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘ফারুক দুঃসময়ের ছাত্রলীগ নেতা। কিন্তু তিনি যে এতটা সমস্যাগ্রস্ত ছিলেন, এটা দলীয় কোনো ফোরামে জানা যায়নি।’

অন্যদিকে শনিবার দুপুরে সাবেক এই ছাত্রলীগ নেতাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ফারুককে এ উপহার হস্তান্তর করেন।
এদিকে নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাও সাবেক এই ছাত্রলীগ নেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ রোববার (৩০ মে) কাদের মির্জার সঙ্গে দেখা করবেন ফারুক।
কাদের মির্জা বলেন, ‘ফারুকদের মতো কর্মীরা আওয়ামী লীগের প্রাণ। আমাদের নেতা ওবায়দুল কাদেরের নির্দেশে গাজীপুর সিটিতে চাকরি হচ্ছে ফারুকের।’

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ফারুককে একটি ব্যাটারিচালিত রিকশা উপহার দিয়েছি। তার পারিবারিক সমস্যা খতিয়ে দেখে সহযোগিতা অব্যাহত রাখা হবে।’
এদিকে রিকশাচালক ফারুকের সংবাদ নজরে আসায় ফারুকের সার্বিক খোঁজখবর নিয়ে তাকে সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, গোলাম রাব্বানী, শেখ সেলিমের ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম প্রমুখ।
সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক বলেন, ‘দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতারা খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক একটি ব্যাটারিচালিত রিকশা উপহার দিয়েছেন। আমাদের নেতা ওবায়দুল কাদেরের নির্দেশে গাজীপুর সিটি করপোরেশনে একটি চাকরির খবর শুনেছি। এমপি একরামুল করিম চৌধুরীও আর্থিক সহযোগিতা করেছেন।’
ইএ/জিকেএস