মজুত শেষ, হবিগঞ্জে স্থগিত হলো করোনার টিকাদান কার্যক্রম
ফাইল ছবি
হবিগঞ্জে শেষ হয়ে গেছে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকার মজুত। ফলে স্থগিত করা হয়েছে টিকাদান কার্যক্রম। সবশেষ তথ্য অনুযায়ী প্রথম ডোজ গ্রহণ করলেও দ্বিতীয় ডোজ নিতে পারেননি জেলার ১৭ হাজার ৭৯১ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন ৫৭ হাজার ৬৬৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ হাজার ৮৭৭ জন। সে হিসেবে দ্বিতীয় ডোজ নেননি ১৭ হাজার ৭৯১ জন।
করোনার টিকার মজুত শেষ হওয়ায় সোমবার (৩১ মে) থেকে টিকাদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা ও টিকা প্রাপ্তি সাপেক্ষে ফের কার্যক্রম শুরু হবে বলেও জানান ডেপুটি সিভিল সার্জন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এমকেএইচ