ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ১৪ মামলার আসামি ২ ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১১:৪৪ এএম, ০২ জুন ২০২১

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে অভিযান চালিয়ে ১৪ মামলার আসামি দুই ভাইকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১ জুন) রাত ৩টায় খুরুশকুল কাউয়ার পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো. কায়ছার (২৮) ও মোহাম্মদ মামুন (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতার দুই ভাইয়ের বিরুদ্ধে পৃথক ১৪টি মামলা রয়েছে।

কক্সবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

অপহরণ, চুরি, মারামারি, পরিবেশ আইনসহ বিভিন্ন অভিযোগে কায়ছারের বিরুদ্ধে পাঁচটি ও মামুনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। যার কয়েকটিতে ওয়ারেন্ট ছিল।

গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসএমএম/জেআইএম