ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফুটপাত দখল-মাস্ক না পরায় জরিমানা ২৮০০ টাকা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০২ জুন ২০২১

বগুড়ায় মাস্ক না পরা এবং ফুটপাতে দোকান বসানোর অপরাধে চার মামলায় দুই হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নাছিম রেজা।

আদালত সূত্র জানায়, সংক্রামক রোগ আইন-২০১৮ এবং স্থানীয় সরকার পৌরসভা আইন- ২০০৯ এর ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি রাজা বাজার, ফতেহ আলী বাজার, কলোনি বাজারে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং করা হয়। এসময় ব্যবসায়ীদের বাজার অবস্থা নিয়ন্ত্রণে রাখতে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এসআর/এএসএম