ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১২০০ লিটার চোরাই তেলসহ চক্রের নয় সদস্য আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:১২ পিএম, ০২ জুন ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ঢাকার ডেমরায় পৃথক অভিযান চালিয়ে এক হাজার ২৩০ লিটার তেলসহ নয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২ জুন) দুপরে র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

jagonews24

গ্রেফতাররা হলেন আব্দুল্লাহ (২৫), মো. রাজু (২৫), মো. মহিন (১৮), মো. মানিক (৩২), মো. জনি (১৮), মো. জনি (৩২), মো. মনিরুজ্জামান (৩৬), মো. জামশেদ আলী (২৯) ও মো. মাসুম ভূঁইয়া (৩২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ডেমরা থানার চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল চোরাই সিন্ডিকেটের ছয়জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ড্রামভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেল, চারটি খালি ড্রাম, জ্বালানি তেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে মোটর যুক্ত করা তিনটি পিকআপ ভ্যান ও নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

jagonews24

পরদিন বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার সাওঘাট এলাকা থেকে তেল চোরাই সিন্ডিকেটের আরও তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৩০ লিটার চোরাই ডিজেল, চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি নসিমন ও নগদ দুই হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্ব-স্ব থানায় হস্তান্তর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এস কে শাওন/আরএইচ/এমকেএইচ