ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১০:৪৮ পিএম, ০২ জুন ২০২১

বগুড়ায় বাসার ছাদে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেজা রুপল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুন) বিকেলে শহরের স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার খয়বর আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রেজা বাসার ছাদে আম পাড়তে ওঠেন। ওই সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যুু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ির ৩য় তলার সিঁড়িঘর থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, ‌‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।’

ইএ