ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছিনতাইকারীদের হাতে খুন হন প্রাইভেটকার চালক

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৩ জুন ২০২১

গাজীপুরে টঙ্গীতে প্রাইভেটকার চালক জাহিদুল ইসলাম (৩৫) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হচ্ছেন- ঢাকার দক্ষিণখান ময়নার টেক এলাকার ছবির হোসেনের ছেলে শিপন (২৩) ও টঙ্গীর এরশাদ নগর এলাকার মো. রুবেল মিয়ার ছেলে মো. রাব্বি (২১)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. জাকির হাসান বলেন, গত ১ মার্চ নগরীর গাছা থানার মালেকের বাড়ি এলাকার এমাজিং ফ্যাশন লিমিটেড কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঢাকার বাসায় নামিয়ে দিয়ে গাজীপুরে ফেরেন জাহিদুল ইসলাম। তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাছিমপুর পিপলস সিরামিক কারখানার সামনে গাড়ি হতে নেমে প্রস্রাব করতে গেলে অজ্ঞাত ছিনতাইকারীরা জাহিদুলের কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ঘটনাস্থলের দিকে পুলিশ আসতে দেখে ছিনতাইকারীরা তার পায়ের উরুতে ও মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে পুলিশ ও পথচারীরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুল ইসলাম নেত্রকোনার বারহাট্টা থানার লামাপাড়া এলাকার হযরত আলীর ছেলে ও নগরীর গাছা থানার মালেকের বাড়ি এলাকার এমাজিং ফ্যাশন লিমিটেডের গাড়ি চালক।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন নিহতের বড় ভাই মো. সাইফুল ইসলাম। প্রযুক্তি সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ছিনতাই ও মাদকের মামলা রয়েছে। পরে তাদের দেখানো মতে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলের দেয়াল সংলগ্ন এলাকা থেকে খুনের কাজে ব্যবহৃত ধারালো সুইচ গিয়ার উদ্ধার করে পুলিশ।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমকেএইচ