ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা নারী
নোয়াখালীর সেনবাগে বালু বহনকারী ট্রাকের ধাক্কায় লায়লা আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টায় কাদরা ইউনিয়নের কাদরা-মগুয়া বাজারগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লায়লা সেনবাগের দক্ষিণ তাহিরপুরের আব্দুল হালিমের স্ত্রী।
আহতরা হলেন, মোটরসাইকেল চালক দক্ষিণ তাহিরপুরের মৃত আবুল কালামের ছেলে আব্দুল মোতালেব (২৮) ও অপর আরোহী একই এলাকার মিজানুর রহমানের মেয়ে ফারজানা আক্তার পূর্ণিমা (১৮)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে বালু বহনকারী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা লায়লা আহত হন। এরপর স্থানীয়রা তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ঘাতক বালু বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আতকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসএমএম/জিকেএস