লকডাউনে চালু থাকবে ভোমরা স্থলবন্দর
সাতক্ষীরায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হলেও সম্পূর্ণ চালু থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম। তবে আগমন-বহির্গমন ও দাফতরিক সময়ের কিছুটা পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে একটি লিখিত নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলেও দেশের অথনৈতিক অবস্থা বিবেচনায় স্থলবন্দরের কার্যক্রম চলমান থাকবে। তবে পণ্যবাহী ট্রাকগুলোর আগমন ও বহির্গমনের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়।
ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জাগো নিউজকে জানান, জেলায় লকডাউন ঘোষণার পর দাফতরিক সময়সীমা কিছুটা কমিয়ে আনা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত শনিবার থেকে নতুন নিয়মে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, লকডাউনের মধ্যেও ভোমরা বন্দরের কার্যক্রম চলবে। তবে আমদানি-রফতানি কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসএমএম/জেআইএম