কারাগার থেকে স্বতন্ত্র প্রার্থী হলেন জামায়াত নেতা
বগুড়ার কাহালু পৌরসভা নির্বাচনে কারাগার থেকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বাদশা। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
মনোনয়ন পত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার বিকেলে জহুরুল ইসলাম বাদশার পক্ষে মনোনয়ন পত্র জমা দেন তার বাবা আবদুর রশীদ, ভাই শাহীন আলমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
জামায়াত নেতা জহুরুল ইসলাম বাদশার বাবা কাহালুর সাগাটিয়া গ্রামের আবদুর রশীদ জানান, আমার ছেলে জামায়াত করে সত্য, তবে সে নির্দোষ। পুলিশ তাকে হয়রানি করার জন্য গ্রেফতার করে কারাগারে আটকে রেখেছে।
কাহালু থানা পুলিশের ওসি (তদন্ত) আনিছুর রহমান জানান, কাহালু থানা পুলিশের সহযোগিতায় আদমদিঘি থানা পুলিশ গত ২৯ অক্টোবর রাতে পৌর এলাকার সারাই বাজার থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে কাহালু, আদমদিঘি ও বগুড়া সদরে একাধিক নাশকতার মামলা রয়েছে। উল্লেখ, এর আগে ২০১১ সালের পৌর নির্বাচনে প্রার্থী হয়ে তিনি পরাজিত হয়েছিলেন।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান