ফরিদপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৪জুন) বিকেল পৌনে ৫টায় ফরিদপুর-ঢাকা মহাসড়কের মুসলিম মিশন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন ও ফরিদপুরের সালথার বোয়ালপাড়া গ্রামের পথচারী ছবিরুন নেছা (৫৫)।

পুলিশ জানায়, পথচারীকে বাঁচাতে গিয়ে বরিশালগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই পথচারী ও প্রাইভেটকারের চালক নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও কোতয়ালি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে
- ২ হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব: জ্বালানি উপদেষ্টা
- ৪ সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট, দাবি পুলিশের
- ৫ অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে: অর্থ উপদেষ্টা