ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৪ জুন ২০২১

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৪জুন) বিকেল পৌনে ৫টায় ফরিদপুর-ঢাকা মহাসড়কের মুসলিম মিশন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন ও ফরিদপুরের সালথার বোয়ালপাড়া গ্রামের পথচারী ছবিরুন নেছা (৫৫)।

jagonews24

পুলিশ জানায়, পথচারীকে বাঁচাতে গিয়ে বরিশালগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই পথচারী ও প্রাইভেটকারের চালক নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও কোতয়ালি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

এসএমএম/এএসএম