বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা গুনলেন কনের চাচা
প্রতীকী ছবি
শেরপুরের ঝিনাইগাতীতে ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক কিশোরীর বাল্যবিয়ে আয়োজনের দায়ে তার চাচাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ জুন) রাত ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন তাকে এ অর্থদণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামে দশম শ্রেণির এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। এসময় বরযাত্রীরা কনের বাড়িতে হাজির ছিলেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন ও কিশোরীর চাচা আবু বক্করকে দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তার কাছ থেকে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা নেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, ‘বাল্যবিয়ের ফলে শিশু, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই এ কিশোরীকে করুণ পরিণতি থেকে রক্ষা করতেই বিয়ে বন্ধ করেছি। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে’।
ইমরান হাসান রাব্বী/এসএমএম/জিকেএস