ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৫ জুন ২০২১

মাদারীপুরের শিবচরে বজ্রপাতে ইব্রাহিম বেপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার পশ্চিম সন্ন্যাসীরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হুমায়ুন বেপারী (৬০) নামের তার ভাই আহত হন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, নিজেদের জমিতে চাষ করা বাদাম বাড়ির সামনের একটি ক্ষেতে শুকাতে দেন ইব্রাহিম বেপারী ও হুমায়ুন বেপারী। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে দুই ভাই শুকাতে দেয়া বাদাম তুলে নেয়ার চেষ্টা করেন। এসময় বজ্রপাতে দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে ইব্রাহিম বেপারী মারা যান।

একেএম নাসিরুল হক/আরএইচ/জিকেএস