ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্ঘটনায় মারা গেলেন রাজমিস্ত্রি, জানে না দুই থানার কেউ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৫ জুন ২০২১

নোয়াখালীর সুবর্ণচরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পানা উল্যাহ (২০) নামেন এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন।

শনিবার (৫ জুন) সকালে নিহত পানা উল্যাহকে উপজেলার চরজুবলি ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনও করা হয়েছে।

নিহত পানা ওই গ্রামের মোচওয়ালাদের বাড়ির মৃত সফিক উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

তার মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেন চরজুবলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মনির আহম্মদ।

তিনি বলেন, শনিবার সকাল ১০টায় পানা উল্যাহর জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমি নিজেও ওই জানাজায় উপস্থিত ছিলাম।

এর আগে শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় সুবর্ণচর-সোনাপুর সড়কের কেরামত নগরের উত্তরে (সুধারাম থানা এলাকা) ওই দুর্ঘটনা ঘটে।

নিহতের ফুফাতো ভাই ওমর আবদুল্লা মামুন জানান, আটকপালিয়া বাজার থেকে সোনাপুর যাচ্ছিলেন পানা উল্যাহ। পথে তাকে বহনকারী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আবদুল্লাহ আরও জানান, সোনাপুর নেমে বসুরহাটের কাজে যাওয়ার কথা ছিল পানা উল্যাহর। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

এদিকে এই দুর্ঘটনার বিষয়টি জানে না সূবর্ণচরের চরজব্বর থানা বা সদরের সুধারাম মডেল থানা পুলিশ।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, শুনেছি দুর্ঘটনাস্থল সদর উপজেলায় তাই বিষয়টি আমার জানা নেই।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। হাসপাতাল থেকেও কিছু জানানো হয়নি।

এসআর/জিকেএস