ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় দুম্বা, তোতাপুরি ও গাড়লে ব্যাপক আগ্রহ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৭:১১ পিএম, ০৫ জুন ২০২১

পাবনার ঈশ্বরদীতে প্রাণিসম্পদের প্রদর্শনী মেলায় এবার কিছুটা অপ্রচলিত গৃহপালিত প্রাণী দুম্বা, তোতাপুরি ও গাড়ল প্রদর্শন করা হয়েছে। এতে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।

জেলার সব উপজেলায়ই ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুষ্টি আমিষের পূর্ণতা’ স্লোগানে শনিবার (৫ জুন) প্রাণী প্রদর্শনীর আয়োজন করা হয়। গবাদিপশু নিয়ে বিভিন্ন এলাকার খামারিরা মেলায় অংশ নেন।

শনিবার দুপুরে পাবনা সদরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

jagonews24

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে আজ মাংস, দুধ, ডিমের ঘাটতি নেই। করোনা মহামারিতে অনেক খামারিরা অসচ্ছল হয়ে পড়েছে। এই সঙ্কট কাটিয়ে তুলতে সরকার তাদের প্রণোদনা দিচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম প্রমুখ।

এদিকে ঈশ্বরদী আলহাজ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস।

jagonews24

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। খামারিদের মধ্যে বক্তব্য দেন আকমল হোসেন ও আমিরুল ইসলাম।

প্রদর্শনীতে বিভিন্ন খামারিদের স্টলের পাশাপাশি ফিড মিল ও পশু চিকিৎসার স্টল বসানো হয়। এতে হাঁস-মুরগি, পাখি, গরু-ছাগলের পাশাপাশি দুম্বা, তোতাপুরি ও গাড়ল উপস্থাপন করা হলে আগত দর্শকরা এসব প্রাণী দেখার জন্য ভিড় জমান।

আমিন ইসলা/এসজে/জিকেএস