ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিকাশ প্রতারকচক্রের তিন সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০৫ জুন ২০২১

ফরিদপুরের ভাঙ্গায় বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৫ জুন) দুপুরে র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এরা হলেন- চতলারপাড় গ্রামের খলিল শেখ (২১), ফেলো মাতবর কান্দি গ্রামের শওকত মাতুব্বর (২২) ও মগড়া গ্রামের মারুফ হাওলাদার (২০)।

মোহাম্মদ আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় নয়টি মোবাইল ও ১০টি সিমকার্ডসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

আরএইচ/জিকেএস