সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের যুবক নিহত
সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে সাইফুল ইসলাম রিপন (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৫ জুন) দিবাগত রাত ২টার দিকে দেশটির আল নেওয়াজ সড়কে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম রিপন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে।
নিহতের বড় ভাই শাহজাহান শিপন বলেন, পাঁচ বছর আগে সৌদি আরবে গমন করেন সাইফুল ইসলাম রিপন। সেখানে সে নিজের গাড়ি করে বিভিন্ন পণ্য সরবরাহ করত। শনিবার রাতে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাসিয়া-চা শ্রমিক: পাশাপাশি বাস অথচ জীবনযাত্রা আকাশ-পাতাল তফাৎ
- ২ ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
- ৩ খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ
- ৪ ভাইয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা
- ৫ পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা