রংপুরে বিএনপি-জামায়াতের ২০ কর্মীসহ আটক ৭৬
প্রতীকী ছবি
রংপুরে বিএনপি ও জামায়াত শিবিরের ২০ নেতা-কর্মীসহ ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে বিএনপির ৯ এবং জামায়াত শিবিরের ১১ জন রয়েছেন।
রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর ইলিয়াস নুরী জাগো নিউজকে জানান, কোতয়ালী থানা পুলিশ জামায়াতের একজন, বদরগঞ্জে জামায়াতের একজন, পীরগঞ্জে জামায়াত শিবিরের চারজন, মিঠাপুুকুর থানা পুলিশ জামায়াত শিবিরের চারজন, পীরগাছা থানা পুলিশ বিএনপির নয়জন এবং জামায়াতের একজনকে গ্রেফতার করেছে।
ইলিয়াস নুরী আরও জানান, গ্রেফতারকৃত এসব বিএনপি ও জামায়াত শিবিরের কর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের মামলা রয়েছে।
এছাড়াও জেলা পুলিশ একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে আরো ৫৬ জনকে আটক করেছে। এসময় ২৫ বোতল ফেনসিডিল, ১২ পিস ইয়াবা এবং ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
জিতু কবীর/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান