বরকে রেখে পালাল সহযাত্রীরা
ফরিদপুরে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী। তার বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে, জরিমানা করা হয়েছে কনের বাবাকে।
রোববার (৬ জুন) সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লহ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, ওই স্কুলছাত্রীর বিয়ের বয়স না হলেও বিয়ের আয়োজন করেন তার বাবা সাজেদ মোল্লা। সে অনুযায়ী বিয়ের আয়োজনও ছিল বেশ জাঁকজমক। বরসহ বরযাত্রীরা এসে অর্ধেক লোক ভুঁড়িভোজের কাজটিও সেরে নেন।
খবর পেয়ে বিয়ে বাড়িতে হঠাৎ হাজির হন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন ও ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ টিম। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর জাহিদ শেখকে ফেলে রেখে পালিয়ে যান বরযাত্রীরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে। করোনাকালীন অধিক লোকজন জমায়েত করে বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না, এই মর্মে উভয় পক্ষের লিখিত মুচলেকা নেয়া হয়।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে
- ২ হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব: জ্বালানি উপদেষ্টা
- ৪ সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট, দাবি পুলিশের
- ৫ অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে: অর্থ উপদেষ্টা