নারায়ণগঞ্জে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার
দেড় কোটি টাকার হেরোইনসহ শাহাবুল হাসান (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৭ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ডন চেম্বার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ এর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় দুটি মোবাইল ও হেরোইনসহ শাহাবুল হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে এক কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে শাহাবুল হাসান নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কৌশলে হেরোইন বিক্রি ও সরবরাহ করে আসছিল। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এস কে শাওন/আরএইচ/এএসএম