ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিছুর রহমান নামে ডাইং কারখানার একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ মে) রাত ৮টার দিকে ফতুল্লার কুতুবাইল এলাকায় রেহান উদ্দিন প্রধানের বাড়ির তৃতীয় তলার ছাদে এ ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান কুড়িগ্রাম জেলার সদর থানার পাঁচগুছিয়া কলেজ রোড এলাকার বগদুল মিয়ার ছেলে। তিনি তার বড় ভাই আশরাফুল হকের সঙ্গে ঘটনাস্থলের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের ভাবি মমতাজ বেগম জানান, আনিছুর স্থানীয় একটি ডাইং কারখানায় কাজ করতেন। সন্ধ্যার পর বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর রাতে তার মৃত্যুর সংবাদ পান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেহান উদ্দিনের বাড়ির পাশে একটি গার্মেন্টস আছে। সেই বাড়ির ছাদে দাঁড়িয়ে আনিছুরকে গার্মেন্টসের কাউকে ইশারা-ইঙ্গিত করতে দেখেছেন। ছাদের পাশেই ছিল বিদ্যুতের তার। সেই তারে স্পৃষ্ট হয়ে ছাদেই তার মৃত্যু হয়। মৃত্যুর প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তা বিস্তারিত জানা যায়নি।
মো. শাহাদাত হোসেন/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ