ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৩:৪৯ এএম, ০৮ জুন ২০২১

নারায়ণগঞ্জর আড়াইহাজারে একটি স্পিনিং মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিকুর রহমান (৩০) নামে একজন ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ মে) উপজেলা ঝাউগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আশিকুর রহমানের গ্রামে বাড়ি বরিশালে। তিনি আড়াইহাজার উপজেলার কামরানীরচর শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার শ্বশুরের নাম লিটু মিয়া।

মিল কর্তৃপক্ষ জানায়, ইলেকট্রিশিয়ান আশিকুর রহমান কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলের চারতলা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত আড়াইহাজার উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে আশিকুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার পরিদর্শক আনিছুর রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কেউ থানায় এ ব্যাপারে অভিযোগ করেনি।

মো. শাহাদাত হোসেন/এএএইচ